1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ডিস নিয়ে বিরোধে যুবলীগ যুবদল সংঘর্ষে আহত ২০

  • আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় যুবলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, ‘আমার এক চাচাতো ভাই আনছের আহম্মেদ ডিস ব্যবসা করত। তার কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল আশুলিয়া থানা যুবদলের সভাপতি আব্দুল হাই ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমার সহযোগিতায় মামলা হয়েছে এই ক্ষোভেই তারা আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে। দুপুরে প্রায় একশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে আমার পরিবারের সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।’ অভিযুক্ত ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো ঝগড়া হয় নাই। যুগলীগের সভাপতি জয়ের স্বজন ডিস ব্যবসা করে রণস্থল এলাকায়। কে বা কারা দুই-তিন দিন আগে ওনার লাইনের তার কেটে দিয়েছে। এটা নিয়েই গণ্ডগোল। ‘বিচারও হয়েছে। পরে আমার আত্মীয় ও লোকজনের ওপর অতর্কিত হামলা করেন জয়ের লোকজন। এতে আমার ভাতিজাসহ ৮ জন আহত হয়। ভাতিজা শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আব্দুল হাই আমার প্রতিবেশী ও গত নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে জয় আমাকে গণ্ডগোলে জড়াচ্ছে।’ অভিযোগের বিষয়ে জানতে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাইয়ের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তদন্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :