1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক, সম্পাদক প্রীতম

  • আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৌমিক বাগচী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সামি আল জাহিদ প্রীতম। ২ এপ্রিল শনিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়। এর আগে ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। পরে রাত ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন জোটের বিদায়ী সভাপতি দীপঙ্কর দ্বীপ। জোটের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। সৌমিক বাগচী জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) প্রতিনিধি হিসেবে এবং সামি আল জাহিদ প্রীতম আবৃত্তি সংগঠন ধ্বনির প্রতিনিধি হিসেবে নির্বাচনে পদপ্রার্থী হন। সৌমিক বাগচী বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে প্রীতম সর্বাধিক সাত ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম (চারণ সাংস্কৃতিক কেন্দ্র) ও ঐশি তানজিম (আনন্দন); সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রাপ্তি তাপসী (জেইউডিও)। এ ছাড়া অর্থ সম্পাদক পদে শরণ এহসান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দপ্তর সম্পাদক পদে ওমর ফারুক বান্না (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদ্দাম হোসাইন রোহান (জলসিঁড়ি); কমিটিতে কার্যকরী সদস্য পদে সামিয়া ইসলাম আনিকা (জেইউডিএস), রেফাত মাহমুদ (চিরকুট) ও আন্দুর রহমান নাহিদ (সুস্বর) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ কমিটিতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :