1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

জাবিতে গণরুম প্রথা বন্ধের দাবিতে মশাল মিছিল 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম- গণরুম প্রথা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু। পরে এটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় জাবি ছাত্রফ্রন্ট শাখার সাধারণ সম্পাদক কনজকান্তি বলেন, সারাদেশে থেকে মেধাবী ছেলে মেয়েদের খোঁজে এনে এখানে গনরুমে ঠেলে দেওয়া হয়। তাদের স্বপ্নকে হত্যা করা হয়। এই মিছিলের আগুন আমাদের ক্ষোভের আগুন। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের ছাত্রদের আফিম খাওয়ার রুম থাকে আর নবীন শিক্ষার্থীদের থাকার জায়গা হয় না। এই কলঙ্কিত তিহাস আমরা আর বহন করতে চাই না। পহেলা মার্চের মধ্যে এই শিক্ষার্থীদের হলে সিটের ব্যবস্থা না করতে পারলে আপনাদের প্রশাসনে থাকার দরকার নাই। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি প্রথম শ্রেণির নাগরিক, অথচ আমাদের রাখা হয়েছে বস্তির মতো পরিবেশে। উন্নয়নের মুলা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়কে ময়লার ভাগাড়ে পরিণত প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :