সংবাদ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও থেকে চার ট্রেনে করে ২০ হাজার নেতাকর্মী যুবলীগের মহাসমাবেশে যোগ দিয়েছেন।১১ নভেম্বর শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত গফরগাঁও, মশাখালী, কাওরাঈদ রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীরা ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সূত্র জানায়, ঢাকামুখী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসে করে উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে ২০ হাজার নেতাকর্মী সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন। ভিড়ের কারণে ট্রেনের ছাদে উঠেও যাত্রা করেন নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ বলেন, এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আমরা ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছি। নেতাকর্মীদের ট্রেনের ভাড়াসহ সব খরচ বহন করবেন এমপি। এ বিষয়ে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, সমাবেশ উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করতে ১০ দিন ধরে উপজেলার ইউনিয়ন, ওয়ার্ডভিত্তিক কমপক্ষে দেড় শতাধিক কর্মিসভা করা হয়েছে। আমরা এখন ২০ হাজার নেতাকর্মী মহাসমাবেশে অংশ নিতে রওনা দিয়েছি।