1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অফিস ভাংচুর-লুটপাট

  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় চাঁদা না দেয়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবীরা। এসময় প্রতিবাদ করায় ব্যবসায়ী হাজী মোঃ জাফর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার সুমাইয়া এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, ১০ মে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার ঠিকাদার হাজী মোঃ জাফর আলী সুমাইয়া এন্টারপ্রাইজ নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী বীরবল এবং মাদকসেবী ছেলে সোহানের নেতৃত্বে ৮-১০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। তাদেরকে বাঁধা দেয়ায় ব্যবসায়ী জাফর আলীকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ওই ব্যাবসায়ী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা অফিসের আলমারিতে রাখা ২ লক্ষ টাকা লুট করে নিয়ে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। ব্যবসায়ী জাফর আলী বলেন, সন্ত্রাসী বীরবল ও তার ছেলে সোহান এলাকার চিহ্নিত মাদক সেবী। চাঁদার দাবিতে এর আগেও তারা দুইবার আমার অফিসে হামলা চালিয়ে আমাকে মারধর করেছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাতে পুনরায় তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। আমি বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং অফিসে আলমারিতে থাকা দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী জাফর আলীর অফিসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মাদকসেবীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় দুধ অনুভূতি পক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :