স্পোর্টস ডেস্ক : মাত্র এক সপ্তাহ আগেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। জীবনের নতুন অধ্যায় শুরুর পর ফিরেছিলেন ফুটবল মাঠে। কিন্তু মাঠ থেকে আর জীবিত অবস্থায় বাড়ি যাওয়া হলো আলজেরিয়ার ৩০ বছর বয়সী ফুটবলার সোফিয়ান লকারের। মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শনিবার (২৫ ডিসেম্বর) দ্বিতীয় বিভাগের ম্যাচে মৌলউদিয়া সাইদার হয়ে এএসএম ওরানের বিপক্ষে খেলতে নেমেছিলেন দলের অধিনায়ক লকার। ম্যাচের ২৬ মিনিটের সময় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে তার। তখন মাথায় আঘাত পেলেও প্রাথমিক সেবা নিয়ে খেলা চালিয়ে চান তিনি। কিন্তু এর মিনিট দশেক পর মাঠে দৌড়াতে থাকা অবস্থায় হঠাৎ করেই ঘাসে লুটিয়ে পড়েন তিনি। দলের চিকিৎসকরা দ্রুত ছুটে এলেও বাঁচাতে পারেননি লকারকে। সাইদা দলের অধিনায়কের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
Leave a Reply