সংবাদ রিপোর্ট: সাভারে সড়ক ও জনপথ (সওজ) ঢাকা-আরিচা মহাসড়ের পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে। ১৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে পৌরসভা কার্যালয়ের সামনে গেণ্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে স্থানীয় কয়েকজন যুবক যোগ দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। অভিযোগ রয়েছে, উস্কানি দিয়ে মালিকানা জমির স্থাপনাও উচ্ছেদ করানো হয়েছে। জানা গেছে, বুধবার সকালে সাভার পৌরসভা কার্যালয়ের সামনে তাদের দেওয়াল ঘেঁষে (পৌরসভার আবর্জনা জড়ো করার স্থান) নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ। এরপর লায়লা বাহার পাইকারি কাঁচাবাজারের সামনে এবং পাশের পাইকারি ফল আড়তের সামনের ফুটপাতে চলে উচ্ছেদ কার্যক্রম। উচ্ছেদ অভিযান প্রায় শেষ করে সওজের সদস্যরা তাদের গাড়ি নিয়ে চলে যাওয়ার প্রাক্কালে কয়েকজন যুবক ওই এলাকায় গেলে বাঁধে গণ্ডগোল। ফুটপাতের দোকানি, পাইকারি বাজারের ব্যবসায়ীরা সেখানে জড়ো হলে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়। এরপর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ সওজের কার্যক্রম ফের শুরু হয়। উত্তেজনার খবর পেয়ে সাভার মরেডল থানা পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি শান্ত করে। লায়লা বাহার পাইকারি কাচাবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, উস্কানি দিয়ে বাজারের বৈধ ব্যবসায়ী জাহাঙ্গীরের মাংসের দোকান ভাঙানো হয়েছে। মালেকের বিস্কুটের দোকানসহ মালিকানা জমির বেশকিছু স্থাপনাও ভাঙানো হয়েছে। এর সঙ্গে ফুটপাত দখলে আগ্রহীরা জড়িত বলে তারা দাবি করেছেন।সাভার মডেল থানার অফিসার কাজী মইনুল ইসলাম বলেছেন, গণ্ডগোলের কোনো সুযোগ নেই। অন্যায় করে কেউ ছাড় পাবে না। গেণ্ডাস্ট্যান্ডের বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply