1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

আশুলিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: বর্তমান সরকার সারা বাংলাদেশে কয়েক বছরে যা উন্নয়ন করেছে অতীতে কোন সরকার তা করেনি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে সাভার ও আশুলিয়ায় বিশ কোটি ২৮ লক্ষ টাকা ব্যায়ে বেশ কয়েকটি নির্মাণ শেষ হওয়া রাস্তা ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

উদ্বোধন করা রাস্তা ও স্কুল গুলো হলো সাভারের কলমা থেকে বিএলআরআই পর্যন্ত একটি রাস্তা, বড় আশুলিয়া থেকে রাঙ্গামাটি রাস্তা, কাঠগড়া বাজার থেকে চিত্রশাইল হয়ে কান্দাইল পর্যন্ত রাস্তা ও চানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলেও বলেন তিনি। এসময় সাভার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, উপজেলা সহকারী প্রকৌশলী মাকছুদুন্নবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :