স্পোর্টস ডেস্ক : আম্পায়ার করোনা পজিটিভ হয়েছেন, খবরটা এলো ম্যাচ ৩২ ওভারের বেশি খেলা হওয়ার পর! শারজাহতে এমনই এক ভজকট অবস্থা হলো যুব এশিয়া কাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ৩২.৪ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে ১৩০ রান তোলার পর হঠাৎ আসে দুই আম্পায়ারের করোনা পজিটিভের রিপোর্ট। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন দুই দলের খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অবশ্য জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ যুবদলের ক্রিকেটাররা সবাই ভালো আছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার ম্যাচ শুরুর পর আমরা জানতে পেরেছি একজন ম্যাচ অফিসিয়াল করোনা পজিটিভ হয়েছেন। তবে আমাদের দলের কেউ পজিটিভ হননি।’
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নেট রানরেটে এগিয়ে থাকা বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। যেখান তাদের প্রতিপক্ষ ভারত। অন্যদিকে আরেক সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ হয়েছে শ্রীলঙ্কা। ৩১ ডিসেম্বর দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল।
Leave a Reply