বিনোদন ডেস্ক : শিল্পী সংঘের নির্বাচনে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ করার কথা থাকলেও দেড়ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৬টা করা হয়েছে।২৮ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনের অধীনে থাকা ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একজন ভোটারও লাইনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ভোটগ্রহণ চলবে। তবে নির্দিষ্ট করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনো অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন।’ সকাল ৯টায় শিল্পকলা একাডেমিতে শুরু হয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও সাড়ে ৫টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কখন ভোটগ্রহণ শেষ হবে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। দুপুরে খাবারের বিরতির আগ পর্যন্ত জানা যায়, দেড় শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের দায়িত্ব নতুন কমিটির কাঁধে তুলে দেবেন ৭৫২ জন ভোটার। এ নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ জন প্রার্থী।
Leave a Reply