সংবাদ রিপোর্ট : ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের ভিডিও ধারণ এবং মুক্তিযুদ্ধ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে সংরক্ষণকারী একুশে পদকপ্রাপ্ত আমজাদ আলী খন্দকারকে বিশেষ সম্মাননা দিয়েছে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। ৭ মার্চ সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমজাদ আলী খন্দকার সাভার পৌর এলাকার গেণ্ডা মহল্লার বাসিন্দা। সম্মাননা প্রদান অনুষ্ঠানের আগে নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Leave a Reply