স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবের বিপক্ষে ওয়াকওভার পেয়ে এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় ধাপে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্লাব আবাহনী। মঙ্গলবার রাতে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্লে-অফের ম্যাচে মোহনবাগান ৫-০ গোলে শ্রীলংকার ব্লু স্টারকে হারিয়ে আবাহনীর প্রতিপক্ষ হয়েছে। ২৪ মিনিটে জনি কুকো মোহনবাগানকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানভির সিং। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান জনি। দ্বিতীয়ার্ধেও ব্লু স্টার পারেনি ঘুরে দাঁড়াতে। উল্টো ৭৭ ও ৮৯ মিনিটে আরও দুটি গোল হজম করে বসে দলটি। ডেভিড উইলিয়ামসের পর মানভিরের গোল মোহনবাগানের বড় জয় নিশ্চিত করে দেয়। আবাহনী ও মোহনবাগানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল কলকাতায় যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে। আবাহনী ও মোহনবাগানের মধ্যেকার বিজয়ী দলটি উঠবে গ্রুপপর্বে। যেখানে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। খেলা শুরু হবে ১৮ মে।
Leave a Reply