সংবাদ রিপোর্ট: আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) সাভারে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করেছে। সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত এআইবিএ সাভারের সেনাবাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বিবিএ এবং এমবিএ সব কোর্স পরিচালিত হয়। প্রতি বছর বিভিন্ন কোর্সে ভাল ফলাফলের জন্য মেধার উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের বিত্তি প্রদান করা হয়ে থাকে। প্রতিষ্ঠানটি শিঘ্রই মর্নিং গ্লোরি স্কুলের দক্ষিণ পাশে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ১০ এপ্রিল রবিবার এআইবিএ সাভারের বিবিএ-৫, বিবিএ-৬ এবং বিবিএ-৭ ব্যাচে অধ্যয়নরত ৪১ জন ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান পাঁচ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করেছেন। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, সকল ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply