সংবাদ ডেস্ক : জাতীয় সংসদের উপনির্বাচনে ছয়টি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামীলীগ। দুইটিতে ওয়ার্কার্স পার্টি ও জাসদ প্রার্থিতা দেবে। আর একটি উন্মুক্ত রাখা হয়েছে। আওয়ামী লীগের যেসব প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলে বগুড়া-৬ রাকিবুল হাসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ -২ জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওয়াদুদ। রবিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাকি দুটি আসনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
Leave a Reply