সংবাদ রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৯ (সাভার -আশুলিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তার প্রতীক ছিল ট্রাক। বর্তমান সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদকে ধরাশায়ী করে তিনি নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯২ কেন্দ্রের সর্বশেষ হিসেবে তিনি বিজয়ী হয়েছেন।
পৌর এলাকায় তার ফলাফল সন্তোষজনক না হলেও পাথালিয়া, শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নের প্রাপ্ত ভোট তার বিজয় নিশ্চিত করেছে। সাইফুল ইসলামের এই নির্বাচনে পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার সঙ্গে ছিলেন। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ তার সঙ্গে না থাকলেও পোশাক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তার পাশে ছিলেন শুরু থেকেই। মাত্র তিন মাসের প্রস্তুতিতে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় নিশ্চিত করেছেন বলে বিজয়ী এই সংসদ সদস্য সাভার সংবাদকে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়েও তিনি হতাশ হননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছেন ভোটারদের কাছে। সাইফুল ইসলামের প্রাপ্ত ভোট ৮৪,৪১২। এছাড়া নৌকা ৫৬৩৬১, ঈগল ৭৬২০২ পেয়েছে। ৮ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম। সাইফুলের এই বিজয়ের পর ঘনিষ্ঠরা তাকে ‘ম্যাজিকম্যান’ আখ্যা দিয়েছেন।
Leave a Reply