আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় সংগঠনকে গতিশীল করতে ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৫ মে বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ আশুলিয়া থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আশুলিয়া থানা ছাত্রলীগের অন্তর্গত আশুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু বলেন, এ কমিটির মেয়াদ ছিল না। এছাড়া কমিটির নেতাদের নাম কিছু অভিযোগও ছিল। তাই এ সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি। আর পরে নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল করা হবে।
Leave a Reply