আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ৪০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৮ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় প্রায় দেড় কিলোমিটার জায়গার ৪০০ বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম সাংবাদিকদের বলেন, এই এলাকায় একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দুষ্কৃতকারীদের নামে আশুলিয়া থানায় মামলাও করা হয়েছে। তারপরেও দুষ্কৃতকারীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে রাতের আঁধারে সরকারি গ্যাস লাইনে বেআইনিভাবে সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ খবর পেয়ে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের গ্যাস পাইপ ও বেশকিছু রাইজার জব্দ করা হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস সাভার জোনের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান, আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন।
Leave a Reply