1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

আশুলিয়ায় নিষিদ্ধ আতশবাজি উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

আশুলিয়া প্রতিনিধি আশুলিয়া থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকাসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ১৬ মার্চ বুধবার দুপুর ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। এরআগে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে মজুদ রাখা বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা উদ্ধার করে। গ্রেফতার হয় দুইজন। ৩২ ধরনের আতশবাজি ও পটকার দাম প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো- বরিশালের মোঃ কবির হোসেন (৫২) ও হবিগঞ্জের মোঃ তানভীর হোসেন (২০)। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পলাতক আরো সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আতশবাজি ও পটকা পবিত্র শবে বরাত উপলক্ষে এবং বিভিন্ন জাতীয় দিবসে দেশে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে সংগ্রহ করে আশুলিয়া, সাভার, মিরপুর ও রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য মজুদ করেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :