1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় হেরোইন সহ শাহাজাহান মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে দুই টুপলা (২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে ৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পূর্ব ধনিয়া স্টাইলিং গার্মেন্টস এর সামনের গলির রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইব্রাহিম (৪৫) নামের আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। আটক শাহাজাহান মিয়া (৫০) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পূর্ব ধনিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। পলাতক আসামী ইব্রাহিম (৪৫) আশুলিয়ার মিজান নগর বাইশমাইল এলাকার মৃত শেখ আকন্দের ছেলে। এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গতকাল নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার পূর্ব ধনিয়া স্টাইলিং গার্মেন্টস এর সামনের গলির রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বেও মাদকের একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :