1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

আশুলিয়ায় হাসপাতালে অভিযান, সিলগালা ও জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২

 

আশুলিয়া প্রতিনিধি: দেশের সব অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা বাস্তবায়নে আশুলিয়ায় অনিবন্ধিত একটি হাসপাতাল ছিলগালা, একটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ জুন রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে আশুলিয়ার জিরানী এলাকার জিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, টেংগুরি এলাকার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং নিউ পপুলার হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রের ত্রুটি সংশোধন করার জন্য ১৫ দিনের সময় বেধে দেন পরিচালিত ভ্রাম্যমান আদালত। আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযানে তিনটি হাসপাতালেত মধ্যে একটিকে ৫০ হাজার টাকা জরিমানা, একটি সিলগালা ও একটিকে আগামী ১৫ দিনের মধ্যে কাগজপত্রের ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে। অন্যথায় এটিও বন্ধ করে দেয়া হবে। এছাড়া অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :