আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনীর ২০ টি ঘর। এসময় ঘরগুলোর ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। সোমবার রাতে আশুলিয়ার বলিভদ্র মধুপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০ মে সোমবার সন্ধ্যায় হঠাৎ শ্রমিক কলোনিতে আগুনে সুত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে ধামসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় একটি শ্রমিক কলোনীতে আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় তিনটি ইউনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আগুনে শ্রমিক কলোনিটির ২০ টি ঘর এবং ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। এছাড়া আগুনে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply