আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ৪১৩টি বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহার করা পাইপ ও রাইজার। ২৯ মার্চ বুধবার দিনব্যাপী আশুলিয়ার রিংকং হাউজিং ও কাঠগড়া দূর্গাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন তিতাসের সাভার জোনের ম্যানেজার আবু সাদাত মো. সায়েম। তিনি বলেন, রাতের আঁধারে স্থানীয় একটি চক্র এলাকাটিতে অবৈধ গ্যাস সংযোগ দেন। তাদের শনাক্ত করা হচ্ছে। যতদিন একটি অবৈধ সংযোগ থাকবে, ঠিক ততদিনই এ অভিযান চলবে।
Leave a Reply