আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পেঁয়াজবোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, পেঁয়াজবোঝাই একটি পিকআপ ভ্যানে ইয়াবা বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান নেয়। তারা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। পেঁয়াজের বস্তার ভেতর থেকে ৩৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত মো. ফয়সাল (৩৭) ও মো. সাইফুলকে (২৯) আটক করা হয়। জব্দ করা পিকআপ ভ্যান, ইয়াবাসহ তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী মঙ্গলবার দুপুরে বলেন, সোমবার রাতেই ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply