1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেওয়া গাড়ি উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের পর গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ মাস পর আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের দেয়া তথ্য অনুযায়ী ছিনিয়ে নেয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। ৩১ মে মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) কামাল হোসেন। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর আশুলিয়া থানাধীন মরাগাং ধৌড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা ডাকাতরা হলেন, ঢাকা জেলার ধামরাইয়ের উপজেলার হাতকোড়া গ্রামের শামসুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৭), নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে বাবুল (২৬) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা এলাকায় মৃত ইসমাইল শেখের ছেলে সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮)। অপরদিকে ভুক্তভোগী যুবকের নাম মোঃ মেহেদী হাসান পুলক। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া এলাকার মোঃ আবু বক্করের ছেলে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) কামাল হোসেন বলেন, গত বছরের ১১ ডিসেম্বর পাবনা থেকে হায়েস মাইক্রোবাসে করে শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে যাত্রী পৌছে দিয়ে ফেরার পথে ভোরের দিকে আশুলিয়া থানাধীন মরাগাং ধৌড় ব্রিজের সামনে আসলে অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক মেহেদী হাসান পুলককে গাড়ি থেকে নামতে বলে। তাদের কথা মতো গাড়ি থেকে নামার সাথে সাথে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ওই চালকের চোখ-মুখ ও হাত-পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আব্দুল্লাহপুর সুইচগেইট এলাকায় তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় পুলিশ পরিচয় দেয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা এঘটনায় ভুক্তভোগী চালক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা (নং-২৭, ধারা-১৭১/৩৯৪ পেনাল কোড) দায়ের করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি ওই মামলাটির তদন্ত ডিবি পুলিশকে দেওয়া হলে গত শনিবার ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর বনশ্রী এলাকা থেকে ছিনাতাই করা হায়েস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-শ-০০-০৫৭৮) উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :