1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় নারী খেলোয়াড়কে নির্যাতন

  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মা-বাবার কাছে বেড়াতে এসে বাড়িওয়ালার হাতে নির্যাতনের শিকার হয়েছেন সুমাইয়া আক্তার নামের জাতীয় নারী জুডো দলের এক খেলোয়াড়। ৯ মার্চ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ডিউটি অফিসার তানিম আহমেদ। এর আগে নারী দিবস মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকার শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সুমাইয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে। তিনি বাংলাদেশ জুডো ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড় এবং ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন, আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পরিবার আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া থাকেন। আমি ন্যাশনাল ফেডারেশনে থাকি। দুই-তিন দিন আগে আমি বাসায় এসেছি। ৮ মার্চ মঙ্গলবার রাতে আমি বাসায় পড়তে বসি। এ সময় বাড়িওয়ালা এসে বকেয়া বাড়ি ভাড়া চেয়ে গালিসহ চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় আমার সঙ্গে কথা-কাটাকাটি হলে বাড়িওয়ালার স্ত্রী আমাকে থাপড় দেন। আমিও পাল্টা থাপ্পড় দিই। পরে তিনি তার স্বামী ও ছেলেকে ডেকে নিয়ে এসে আমার ওপর হামলা চালান। আমাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে। পরে থানায় বিষয়টি জানিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাই। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ ব্যাপারে বাড়িওয়ালা শফিকুল বলেন, তাদের কাছে প্রায় ৪০ হাজার টাকা বাসাভাড়া বাকি পড়েছে। তারা তিন মাস আগে বাসা ছেড়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু বাসা ছেড়েও দেয় না, টাকাও দেয় না। গত মাসে মাত্র ছয় হাজার টাকা দিয়েছে। তাদের বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিতে গেলে ওই মেয়ে আমার স্ত্রীকে উল্টো মেরেছে।আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তানিম আহমেদ বলেন, রাতে ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :