আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। ২২ এপ্রিল শুক্রবার দুপুরে তাদের অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার গাজিরচটের রশিদ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকালে মামলা নথিভুক্ত হয়। গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের জাজিরার চেরাগআলী বেপারি পাড়ার খবির হোসেনের ছেলে আল মামুন (২৪) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলী মোল্লা (২২)। মামুন রশিদ মার্কেট এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করতেন ও মো. আলী স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনের দোকানে মোবাইল মেরামত করতে আসেন ওই ভুক্তভোগী। সেখানে পরিচিত হয়ে মোবাইল নম্বর আদান প্রদান হয় তাদের। মোবাইলে আল মামুন বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে দাবি ভুক্তভোগীর। পরে গত ২১ এপ্রিল দুপুরে ওই নারীকে কৌশলে জামগড়ার শিমুলতলা এলাকার মো. আলী মোল্লার ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় ভুক্তভোগীকে ধর্ষণ করে আল মামুন। এ ঘটনায় মো. আলী ধর্ষণে সহযোগীতা করেন এবং রুমের দরজা আটকিয়ে বাহিরে পাহারা দেন। ঘটনাস্থল থেকে ফিরে ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত আসামিদের আটক করা হয়। পরে সকালে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
Leave a Reply