1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় ড্যাফোডিলের চারতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে এ বি এম তকি তানভীর (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৩ মে সোমবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত এ বি এম তকি তানভীর বগুড়া জেলার সদর থানার সুলতানগঞ্জ গোলার গাড়ি গ্রামের মোঃ আলিউর রেজার ছেলে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানায়, দুপুরের দিকে এ বি এম তকি তানভীর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থানীয় ক্যাম্পাসের প্রশাসন বিভাগের উপ-পরিচালক কাজী মো. দিলিব কবির বলেন, দুপুরে যখন ঘটনাটি ঘটে তখন আমাদের বাকি শিক্ষার্থীরা নিচ থেকে তাকে দেখে থামাতে যায়। তবুও সে চার তলার করিডোর থেকে ঝাঁপ দেয়। এটি দুর্ঘটনাবশত কোনো ঘটনা নয়, এটি আত্মহত্যা। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি নিহতের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর মা নতুন সংসার শুরু করেছেন। এ বিষয়টি নিয়ে পারিবারিক জটিলতা থাকতে পারে। নিহতের মায়ের কাছ থেকে শুনেছি। ঘটনার কিছুক্ষণ আগেও সে মুঠোফোনে মায়ের সাথে কথা বলেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই প্রকৃত কারণটি জানা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :