আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার ১১০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত শ্রমিকদের ছবিসহ দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ৬ এপ্রিল বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশনইট কোম্পানি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানায় হাজারেরও বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। সম্প্রতি বেতন কম দেওয়ায় কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। চাকরিচ্যুত শ্রমিক মনির বলেন, গত চার থেকে পাঁচদিন ধরে ওই কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল হঠাৎ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর আজ ১১০ জনের ছবিসহ চাকরিচ্যুতের নোটিশ দেওয়ালে টাঙানো হয়। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ঈদের আগে চাকরিচ্যুত করাটা দুঃখজনক। এছাড়া দেয়ালে শ্রমিকদের ছবি টাঙানো আইনসম্মত নয়। ছবি টাঙিয়ে চাকরিচ্যুত করা রীতিমত অন্যায়। এ বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার আব্দুল মালেক বলেন, আইনের ২৬ ধারা অনুযায়ী যদি শ্রমিকরা অবৈধভাবে ধর্মঘট করে, তাহলে তাদের পাওনা দিয়ে বের করে দেওয়া যেতে পারে। তাই করেছি। বাংলাদেশের সব কারখানা এভাবেই চলে। আপনি অফিস টাইমে যোগাযোগ করেন।
Leave a Reply