1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অবৈধভাবে দেওয়া প্রায় পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ৯ মার্চ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাঠগড়ার পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম। এ সময় তিনি বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার পালোয়ানপাড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেন, তিতাসের মূল লাইন থেকে একটি অসাধু চক্র এসব সংযোগ দিয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা নিম্নমানের পাইপ ও ফিটিংস দিয়ে এই সংযোগ প্রদান করেছে। আমরা প্রতিটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ছাড়া অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। অন্যদিকে বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য বুথও বসানো হয়েছিল। উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস, সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :