আশুলিয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে সাভারে সময় টেলিভিশনের ১১ তম জন্মদিন উদযাপিত হয়েছে। সুশীল সমাজ, স্থানীয় সংবাদিক ও বিভিন্ন ক্যাবল অপারেটরসহ শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছে সময় পরিবার। রবিবার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবে ইফতার মাহফিল ও কেক কেটে সময় টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সময় টেলিভিশনের জন্মদিনে কেক কাটেন। সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সুশীল সমাজ, স্থানীয় সংবাদিক ও বিভিন্ন ক্যাবল অপারেটরসহ শুভানুধ্যায়ীরা সময় টেলিভিশন পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের সংবাদ মাধ্যমে সময় টেলিভিশনের গুরুত্ব তুলে ধরেন। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রচারের মাধ্যমে সময় টিভি দেশসেরা সংবাদ মাধ্যম হওয়ার গৌরব অর্জন করেছে বলে প্রশংসা করেন তারা। সবশেষে জমকালো আতশবাজির মাধ্যমে সময় টেলিভিশনের জন্মদিন উদযাপন করেন আগত অতিথিবৃন্দ।
Leave a Reply