আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে সাতটি ঘর। এ ঘটনায় ভাড়াটিয়া শ্রমিকদের প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ মে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার মতিন ভূঁইয়ার মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই শ্রমিক কলোনির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডিইপিজেড ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply