আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া নয়ারহাট এলাকা থেকে একটি ‘গ্রিন উইং’ ম্যাকাও পাখি উদ্ধার করেছে বন বিভাগের ঢাকা অঞ্চল। উদ্ধার করা ম্যাকাওটি অত্যন্ত বিপন্ন প্রজাতির পাখি। গত দুই দিন আগে ঝড়ের কবলে নয়ারহাট বাজারে এসে পড়ে পাখিটি। বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানিয়েছেন, ‘পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০’ অনুযায়ী CITIES Appendix-1-এর অন্তর্ভুক্ত পাখিদের নিজ বাসায় পালনের ছাড়পত্র দেয় না বন বিভাগ। এলাকাবাসীরা জানায়, গত দুই দিন আগে ঝড়ের কবলে পড়ে পাখিটি নয়ারহাট বাজারে এসে পড়ে। এসময় স্থানীয় কয়েকজন যুবক পাখিটি উদ্ধার করে ইউপি ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে হাবিবুর রহমান বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। এরপর ঢাকা বিভাগের বন সংরক্ষক আর এস এম মনিরুল ইসলামের নির্দেশে এবং বন কর্মকর্তা কাজল তালুকদারের তত্ত্বাবধানে হাবিবুর রহমানের বাসা থেকে পাখিটি উদ্ধার করেন নিগার সুলতানা। বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার কাছে গ্রিন উইং ম্যাকাওটি হস্তান্তর করতে পেরে হাবিবুর রহমান ‘প্রাণী সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। যেহেতু এটি বিরল প্রজাতির একটি পাখি, তাই এটি আমাদের দেশের সম্পদ। আমি চাই পাখিটির যথাযথ রক্ষণাবেক্ষণ হোক। এ কাজের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, চিকিৎসা ও প্রতিপালনের জন্য পাখিটি গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হবে।
Leave a Reply