আশুলিয়া প্রতিনিধি : শুলিয়ায় রাস্তা পারাপার হতে গিয়ে আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবাহান আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শ্রীপুর গ্রামের রহম আলির ছেলে। তিনি কাশিমপুর থানাধীন তেঁতুলবাড়ি এলাকার আরএসপিএল হেলথ লিমিটেড ফ্যাক্টরিতে লেবার হিসেবে কর্মরত ছিলেন। সাভার হাইওয়ে পুলিশ জানায়, আশুলিয়ার মোজারমিল এলাকায় বিকালে রাস্তা পারাপারের সময় রাজধানী পরিবহন নামক ঢাকা-চন্দ্রা অজ্ঞাত নম্বরবিহীন একটি বাস তাকে চাপা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply