1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

আশুলিয়া গ্যাস সংকট সমাধানে শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : গ্যাস সংকট সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ৮ এপ্রিল শুক্রবার  সকাল ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি হয়। পরে সড়কে ক্ষোভ মিছিল করেন শ্রমিক নেতারা। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিক বসবাস করেন। বর্তমানে দ্রব্যমূল্যের দাম বাড়ার পাশাপাশি গ্যাস সংকটের কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। প্রথম রমজান থেকেই এই অঞ্চলে তীব্র গ্যাস সংকটে রান্না করতে না পারায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক পরিবারগুলো। বাড়ি ভাড়া ঠিক সময়ে পরিশোধ করলে কাঙ্খিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কারখানার কাজ শেষে বাসায় ফিরে নতুন করে রান্নার যুদ্ধে নামতে হয় শ্রমিকদের। নিভু নিভু গ্যাসের কারণে সন্ধ্যার রান্না করতে করতে রাত হয়ে যায় তাদের। মানববন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেন, চলমান গ্যাস সংকটে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চরম ভোগান্তিতে দিন পার করছেন। তাদের এই কষ্ট দেখার যেন কেউ নেউ। দ্রুত গ্যাসের সংকট সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কারস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :