আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২১টি গরুর মধ্যে ৭টি গরু ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরে আসামিদের ঢাকার আদালতে পাঠিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এরআগে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়াসহ জামালপুল, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলা তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলুটিয়া পশ্চিম পাড়া এলাকার করিম মোল্লা ওরফে আওয়াল বেপারীর ছেলে তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই এলাকার আফজাল শেখের ছেলে কোরবান আলী (২৫), দেওয়ান টাইটা এলাকার কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০), তারুটিয়া এলাকার আমজাদ মোল্লার ছেলে শহিদুল (৩৬), আশুলিয়ার কলতাসূতি বারল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব (২১) এবং একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু আহমেদ (২০)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের দলের সরদার পলাশ পলাতক বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ২৭ অক্টোবর রাতে রাজশাহীর সিটিহাট থেকে ট্রাকযোগে ২১টি গরু চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় আশুলিয়ার বলিভদ্র এলাকায় একদল ডাকাতদল গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গরু ও ট্রাকের মালিকের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে ২ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭টি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি লুণ্ঠিত ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি ট্রাক জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা আরো জানান, এই ডাকাতচক্রের সর্দার পলাশসহ বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এছাড়া লুট হওয়া বাকি গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply