আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ২২৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের মো. পলাশ আলী (৩২), মো. মিরাজ (২৫), কুড়িগ্রামের মো. মিলন মিয়া (২৯) ও রংপুর জেলার মো. কৌশিক বাবু (২১)। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি সোমবার ও ২৯ জানুয়ারি রবিবার আশুলিয়ার বলিভদ্রবাজার ও শ্রীপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করেন। পরে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিল। আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।