আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ২৩ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে সড়কে নেমে কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিকের ভেতরে অসন্তোষের দেখা গেছে৷ এ ঘটনায় শ্রমিকদের সড়ক অবরোধ থেকে সরিয়ে নিতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে। ৩০ অক্টোবর সোমবার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জামগড়া ও ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা থেকে সড়কে নেমে আসে। পরে পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকরা আবারও ছত্রভঙ্গ হয় যায়। পরে বেলা ১০টার দিকে আবারও সড়ক অবরোধ করে। সূত্র জানায়, ২৯ অক্টোবর রবিবার আন্দোলনে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকে। এ ঘটনায় সেই নারীর মৃত্যুর গুজব ছিড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সোমবার সকালে শ্রমিকরা অফিসে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসে। শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর বারী বলেন, সকাল থেকেই কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। আমরা একপাশ থেকে তাদের সড়ক থেকে তুলে দেই। আবার অন্য পাশ থেকে তারা নেমে আসে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
Leave a Reply