আশুলিয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোশাররফ খান। ২১ শুক্রবার এপ্রিল দুপুরে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল ও কলেজ মাঠে প্রায় শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ইফতার বিতরণের সময় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোশাররফ খান বলেন, ‘আজ দেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সময়ে সারাদেশে সব ক্ষেত্রেই বিপুল উন্নয়য়ের ছোঁয়া লেগেছে। তার নির্দেশে আমরা অসহায়দের ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছি। তার জন্য আপনারা সকলেই জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের কোঅপ্ট সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমির হোসেন সরকার ও আশুলিয়া স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মো. জহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply