আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় প্রাইভেট কারে ভুয়া মেজর ও ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইকালে জুবায়ের চৌধুরী (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা তিন সহযোগী পালিয়ে যায়। ১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে আটক ছিনতাইকারী জুবায়েরকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-৪। ১৮ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চর ভদ্রাশন থানার চার ফকিরডাঙ্গী এলাকায়। তার বাবার মৃত কাদের চৌধুরী। তিনি ও তার সহযোগীরা প্রাইভেটকার নিয়ে সেনা পরিচয়ে ছিনতাই করতেন। ভুক্তভোগী গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রোকনুল ইসলাম রোকন (২১)। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলযোগে পারিবারিক কাজে নবীনগর জয় রোস্তরার সামনে যান। এসময় একটি কালো রংয়ের প্রাইভেটকার তার গতিরোধ করে। প্রাইভেট থেকে নেমে ভুক্তভোগীকে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন বিভিন্নভাবে ভয়ভিতি প্রদর্শনসহ এলোপাতাড়ি মারপিট করে। এসময় তার মানিব্যাগ থাকা নগদ ১০ হাজার টাকাসহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ছিনতাইকাজে ব্যাবহৃত প্রাইভেটকার জব্দ করে ভুয়া মেজর পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করে। পরে র্যাবের টহল টিমকে খবর দিলে তারা এসে অভিযুক্ত জুবায়েরকে গ্রেফতার করে নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, গতকাল রাতে ছিনতাইকালে জনতার হাতে আটক একজনকে গ্রেফতার করে র্যাব-৪। অভিযুক্ত আসামিকে আজ থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply