আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় স্বামী-স্ত্রী দুজন পার হচ্ছিলেন রাস্তা। স্বামী পার হয়ে গেলেও স্ত্রী পারেননি। তার আগেই ঘাতক বাস ও ট্রাকের মাঝে পড়ে যান মোছা. রত্না বেগম (২৮)। এতে নিভে যায় একটি জীবনের আলো। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় আশুলিয়ায় ইপিজেড এলাকায়। নিহত রত্না বেগম একজন পোশাক কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। তিনি আশুলিয়া ইপিজেড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহতের স্বামী মো. সাদিকুর রহমান বলেন, আমি এবং আমার স্ত্রী ইপিজেড এলাকার পোশাক শ্রমিক। দুজনে মিলে রাস্তা পার হওয়ার সময় আমার স্ত্রী দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
Leave a Reply