আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে। ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। এর আগে গেল রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)। তারা দুইজনই বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় নবীনগর চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আশুলিয়ায় একটি নাশকতা মামলা দায়ের হয়। ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অগ্নিসংযোগকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে পুলিশ। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply