1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় প্রায় ১ হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

আশুলিয়া প্রতিনিধি :আশুলিয়ায় অবৈধভাবে নেওয়া দুই কিলোমিটার এলাকার প্রায় ১ হাজার বাসা-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। ২ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাংলাবাজারের ইটখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। প্রকৌশলী সায়েম বলেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েকশ’ গজ পাইপ জব্দ করা হয়। আমরা অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে যাচ্ছি। অভিযানে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সুমন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :