সংবাদ রিপোর্ট : সাভারের আশুলিয়া থেকে একটি বাসসহ ৪৩ জন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। ২৮ অক্টোবর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লা হিল কাফি। এরআগে ২৭ অক্টোবর শুক্রবার রাতে আশুলিয়া বাজার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আশুলিয়ার জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটকের বিষয়ে এএসপি আব্দুল্লাহিল কাফী বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আমরা তাদের গ্রেপ্তার করছি। আশুলিয়ায় আটকের সংখ্যাটি পরে জানানো হবে। আমিনবাজারে যাদের সন্দেহ হয়েছে, তাদের জিজ্ঞেসাবাদের জন্য কিছু সময় আমাদের হেফাজতে রাখা হচ্ছে। বিষয়টিকে এই মুহূর্তে আমরা আটক বলব না। তারা ঠিকঠাক নাম-পরিচয় না বলায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply