আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার আঞ্চলিক সড়কের পাশ থেকে একদিন বয়সের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার ভাদাইলের পবনারটেকের বেপজা কোয়ার্টারের পাশের একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মরদেহটি ফেলে রেখে গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply