1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবি সেজে ট্রাক ভর্তি রড ডাকাতি, গ্রেফতার ২

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ভর্তি রড ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। লুন্ঠিত ট্রাক ও রড উদ্ধার করা হয়। ১৬ মার্চ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে গেল ৮ তারিখে ভোর ৫টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলোঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়ড়া বাঘাবাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) ও ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে মোঃ নূরে আলম (৪৮। পুলিশ জানায়, চার ব্যক্তি একটি প্রাইভেটকারে করে আসে এবং ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডিবি পুলিশ হিসেবে নিজেদের পরিচয় দেয়। তারা জজগ কোম্পানির ১৪ টন রডবোঝাই একটি ট্রাকের চালককে সিগনাল দিয়ে থামায়। এরপর চালক ও হেলপারের হাত, পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে দুই ডাকাত ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। এঘটনায় বাদী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। অবশিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ডাকাতরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মানিকগঞ্জের গুলড়া এলাকায় ফেলে রেখে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তারা ট্রাকের জিপিএস ডিভাইস খুলে ফেলে। পরে ১৩ তারিখে কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং কাঠের গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও আশুলিয়ার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। মোতালেবসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা ডাকাত এই ঘটনায় জড়িত রয়েছে। তাদের ধরতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :