আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ফুটবল খেলার ফাইনালে প্রধান অতিথি ঢালিউডের দুই তারকা জায়েদ খান ও মনোয়ার হোসেন ডিপজল। তাদের দেখতে মাঠে ছুটে আসেন হাজার হাজার দর্শক। তাতে আশুলিয়ার পাড়াগ্রামের মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ খান ও ডিপজলের উপস্থিতি পাল্টে দেয় দৃশ্যপট। দর্শকরা জানান, আশুলিয়ায় আগে অনেক ফুটবল খেলা হয়েছে। এমন দর্শক কখনো দেখিনি। অনেক কষ্ট করে খেলা দেখতে হয়েছে। খেলা দেখতে এসে অভিনেতা জায়েদ খান ও ডিপজলকে সরাসরি দেখার সুযোগ হয়েছে। এজন্যই এত দর্শকের উপস্থিতি ছিল এখানে।
আশুলিয়ার জিরানীবাজার এলাকা থেকে জায়েদ খানের খবর পেয়ে ছুটে এসেছেন সুমন নামের এক ভক্ত। তিনি বলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি পাড়াগ্রামে ফুটবল খেলায় চিত্রনায়ক জায়েদ খান আসবেন। পরে খেলার মাঠে ছুটে আসি। কিন্তু এত দর্শকের চাপ ছিল, তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। এখানে এসে ফুটবল খেলা উপভোগের পাশাপাশি প্রিয় নায়কের সাক্ষাৎ পেয়েছি, এটাই ভালো লাগার বিষয়।
ডিপজলের ভক্ত আশিক বলেন, আমি ডিপজলের অনেক সিনেমা দেখেছি। যেসব সিনেমায় তিনি ভিলেন হিসেবে অভিনয় করেছেন সেগুলোর চেয়ে বেশি ভালো লেগেছে যখন তিনি নায়ক ও ভালো চরিত্রে অভিনয় করেছেন। এত দিন শুধু সিনেমাতেই দেখেছি কিন্তু আজ সরাসরি দেখার সুযোগ হলো। খেলাও অত্যধিক উপভোগ করেছি। সব মিলিয়ে দারুণ ছিল আয়োজন। মনোয়ার হোসেন ডিপজল সবার উদ্দেশে বলেন, ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। এই খেলা চলচ্চিত্রের মতো মানুষকে বিনোদন দেয়। সুযোগ হলেই মাঠে খেলতে যাবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এসময় জায়েদ খান সবাইকে ‘আই লাভ ইউ’ বলে তার ভালোবাসা জানান। খেলায় টর্ক ফ্যাশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তরা বঙ্গবন্ধু যুব কল্যাণ সংসদ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরও অনেকে।
Leave a Reply