আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৫)এক যুবক মারা গেছে। ১৭ মে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আসলাম মিয়া। এর ১৬ মে সোমবার আশুলিয়ার নবীনগর সেনা কল্যাণ ভবনের পার্শ্ববর্তী রাস্তায় সাভার পরিবহন নামে একটি বাসের ভেতর যাত্রীরা ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম কামরুজ্জামান বলেন, সাভার পরিবহনের নামে বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply