আশুলিয়া প্রতিনিধি : মহাসড়কে গণপরিবহনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আশুলিয়ায় বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত৷ ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন আশুলিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। এসময় মাস্কবিহীন চলাচল করায় দুইজন বাসের কর্মচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এবং একটি হোটেলকে ৩০০ টাকা ও পরিবেশের ক্ষতি হওয়া নিষিদ্ধ পলিথিনের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আশুলিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, করোনার ও অমিক্রনের আক্রান্তের সংখ্যা দিন দিন বেরেই চলছে। তাই স্বাস্থ্যবিধি মানাতে আমাদের এই কার্যক্রম। জরিমানা চাইলে সবাইকেই করা যায়। কিন্তু একজনকে জরিমানা করে বাকি সবাইকে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বৃদ্ধি করায় আমাদের লক্ষ্য। অভিযানে নিরাপত্তার দ্বায়িত্ব ছিলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদারসহ পুলিশ সদস্যরা।
Leave a Reply