আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে সাতদিনের আন্দোলন শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। ৫ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে দেখা গেছে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া এ সড়কের দুপাশে থাকা কারখানাগুলোতে কাজ করছেন শ্রমিকরা। সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, আশুলিয়া ও সাভারে সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।
Leave a Reply