আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বুধবার ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার সীমান্ত সংলগ্ন কালিয়াকৈরের বাড়ইপাড়ার বাড়ইসুতি এলাকায় নাবিয়াদ নামের মশার কয়েল তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, ওই কারখানায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল শুকানোর চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
Leave a Reply